স্টুডেন্ট হ্যাকস
স্টুডেন্ট হ্যাকস
টেক্সট বইয়ের বাইরে বইপড়া মানেই তো সময় নষ্ট এটাতো ছোটদের কথা। তবে হ্যাঁ আমাদের টেক্সট বইগুলোকে অনেক গুরুত্বদিয়ে পড়তে হবে। আমাদের বই পড়ার আসল উদ্দেশ্য হলো আমাদের চিন্তা জগৎকে বারিয়ে তোলা।
সময়ে আমারা বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা করি পরিবার এর চাপে আর চাকরি পাওয়ার আশায়। আর সেই জন্যই মূলত পড়াশোনা করতে আনান্দ পাই না। আয়মান ভাইয়ার লেখা স্টুডেন্ট হ্যাকস নিয়ে আসসে পড়াশোনা মধ্যে আনান্দোতা ও গতিময়তা।
স্টুডেন্ট হ্যাকস বইটি কেন পড়বো
1. বইটিতে দেখানো হয়েছে গতানুগতিক পদ্ধতি র বাইরে কিভাবে পড়াশোনাকে কার্যকারী করা যায়।
2. একাডেমিক বই ছাড়া অন্য বইগুলোর কি প্রয়োজন।
3. ছাত্র ছাত্রীদের করণীয় ও বর্জণীয় কাজ ।
4. বইটিতে রয়েছে বক্স যা পূরন করে বুঝবে তুমি নিজের ক্যারিয়ার সম্পর্কে কতটুকু সচেতন
5. গোল সেটিংস নিয়ে যাদের ভুল ধারণা রয়েছে তাদের আসল মেডিসিন হলো এই বইটি।
এক কথায় এই বইটি পড়ে একজন ছাত্র বুঝতে কিভাবে তার পড়াশোনা করতে হবে কিভাবে নিজেকে গড়ে তুলতে হবে।
Post a Comment