গ্রীনভেলী পার্ক
গ্রীনভেলী পার্ক
নাটোরের লালপুর উপজেলার সালামপুর রোডের পাশে নিড়িবিলী পরিবেশে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের এই পার্কটি।
পার্কটির অবকাঠামো:
এখানে প্রথমেই রয়েছে নয়নাভিরাম একটি গেট, যেটিকে অতিক্রম করতে প্রয়োজন 50 টাকা।
এখানে প্রথমেই রয়েছে নয়নাভিরাম একটি গেট, যেটিকে অতিক্রম করতে প্রয়োজন 50 টাকা।
গেটটি খোলা হয় সকাল 9 টা এবং বন্ধ হয় বিকাল 5 টা। ঋতুভেদে সময় পরিবর্তন হতে পারে। পার্কটি 123 বিঘা জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে কৃত্তিম ভাবে তৈরি নানা মন মাতানো দৃশ্য। এছাড়াও রয়েছে শুটিং স্পট, পিকনিক স্পট, ও প্লে-গ্রাউন। এছাড়াও রয়েছে নামাজ ঘর।
পার্কটিতে যা যা দেখতে পাবেন:
পার্কটিতে রয়েছে আকর্ষণীয় বিনোদনের মাধ্যম বুলেট ট্রেন। বুলেট ট্রেনে চড়ে আপনি অতি সহজেই পার্কটির ভেতরে চার দিক ভ্রমণ করতে পারবেন।
এখানকার দৃশ্য অতি মনোরম সবই যেন সৌন্দর্যের লীলাভূমি, এখানে রয়েছে হাতে আঁকা ছবির মতো অপরূপ দৃশ্য।
পার্কটিতে নাগোর দোলা, চর্বি, মুভিং বোট আরো অনেক কিছু।
পার্কটি ছাত্র ছাত্রীদের জন্য ফ্রেসনেস মাধ্যম, এছাড়া এটি Facebook profile প্রিয় মানুষের উত্তম স্থান।
এখানে রয়েছে কৃত্তিম পাহাড়, পাহাড়ের উপরের দৃশ্য যেন ভোলার মতো না।
এছাড়াও রয়েছে আকর্ষণীয় পুকুর যার ধারে photo তোলার চমৎকার পরিবেশ।
ফুলে ফুলে সুশোভিত প্রাকৃতিক সৌন্দর্যেও পূর্ণ এটি, এখানে নানা বাহারি রঙের ফুলে পূর্ণ উদ্যান ও রয়েছে।
রয়েছে sutting spot ও
নিরাপদ গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও করা হয়েছে এখানে
বন্ধুদের সাথে ফুসকা আর চটপটি খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে, এছাড়াও আরো নানাবিধ খাবার এখানে পাওয়া যায়।
এখানে রয়েছে আকর্ষণীয় পিকনিক স্পট, যেখানে সবাই একসাথে রান্না করে খাওয়া যায়।
আরো আছে স্পিড বোট, ইচ্ছে হলেই এই স্পিড বোট এ চড়ার অভিগ্যতা নেওয়া যায়।
ছোটদের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাডেল বোট
আরো আছে ট্রেন এ চড়ার অভিগ্যতা নেওয়ার সুযোগ, ট্রেন যখন পাহাড়ের নিচ দিয়ে যায় তখন কার যে অনুভূতি তা সত্যিই অতুলনীয়।
একি সাথে রয়েছে আকর্ষণীয় গ্রীন ভ্যলী লেক পরিদর্শনের সু্যোগ, যেটা এই পার্কটির পাশেই অবস্থিত।
পার্কটিতে যা যা দেখতে পাবেন:
পার্কটিতে রয়েছে আকর্ষণীয় বিনোদনের মাধ্যম বুলেট ট্রেন। বুলেট ট্রেনে চড়ে আপনি অতি সহজেই পার্কটির ভেতরে চার দিক ভ্রমণ করতে পারবেন।
এখানকার দৃশ্য অতি মনোরম সবই যেন সৌন্দর্যের লীলাভূমি, এখানে রয়েছে হাতে আঁকা ছবির মতো অপরূপ দৃশ্য।
পার্কটিতে নাগোর দোলা, চর্বি, মুভিং বোট আরো অনেক কিছু।
পার্কটি ছাত্র ছাত্রীদের জন্য ফ্রেসনেস মাধ্যম, এছাড়া এটি Facebook profile প্রিয় মানুষের উত্তম স্থান।
এখানে রয়েছে কৃত্তিম পাহাড়, পাহাড়ের উপরের দৃশ্য যেন ভোলার মতো না।
এছাড়াও রয়েছে আকর্ষণীয় পুকুর যার ধারে photo তোলার চমৎকার পরিবেশ।
ফুলে ফুলে সুশোভিত প্রাকৃতিক সৌন্দর্যেও পূর্ণ এটি, এখানে নানা বাহারি রঙের ফুলে পূর্ণ উদ্যান ও রয়েছে।
রয়েছে sutting spot ও
নিরাপদ গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও করা হয়েছে এখানে
বন্ধুদের সাথে ফুসকা আর চটপটি খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে, এছাড়াও আরো নানাবিধ খাবার এখানে পাওয়া যায়।
এখানে রয়েছে আকর্ষণীয় পিকনিক স্পট, যেখানে সবাই একসাথে রান্না করে খাওয়া যায়।
আরো আছে স্পিড বোট, ইচ্ছে হলেই এই স্পিড বোট এ চড়ার অভিগ্যতা নেওয়া যায়।
ছোটদের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাডেল বোট
আরো আছে ট্রেন এ চড়ার অভিগ্যতা নেওয়ার সুযোগ, ট্রেন যখন পাহাড়ের নিচ দিয়ে যায় তখন কার যে অনুভূতি তা সত্যিই অতুলনীয়।
একি সাথে রয়েছে আকর্ষণীয় গ্রীন ভ্যলী লেক পরিদর্শনের সু্যোগ, যেটা এই পার্কটির পাশেই অবস্থিত।
Post a Comment